উক্তি সমূহ আপনাদের অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে।. ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী আবুল পাকির জয়নাল আবেদিন আবদুল কালাম।. একাধারে তিনি ছিলেন একজন লেখক ও দার্শনিক। লেখা ও বক্তব্যের মধ্য দিয়ে তাঁর বহু দর্শন ফুটে উঠেছে।. জীবনে অনেক চড়াই উৎরাই পার হয়েছেন এপিজে আবদুল কালাম। জীবন তাঁকে শিখিয়েছে অনেক কিছু।. জীবন থেকে নেওয়া সেসব শিক্ষার কথা খুব সহজ করে বলতেন তিনি।.