কর্মসংস্থানের একটি বড় অধ্যায় হল আত্মকর্মসংস্থান। যাঁরা উদ্যোক্তা তারা কেবল নিজের দায় নেন না, তাঁরা সমাজের বড় দায়ও কাধে নেন। আমাদের দুর্ভাগ্য যে, আমরা জাতির প্রতি দায়িত্ববান উদ্যোক্তা বেশি আকারে তৈরি করতে পারিনি। জাতীয় উদ্যোক্তা তৈরির পরিবর্তে এক ধরণের সুবিধাবাদী ও অতিমুনাফালোভী ব্যবসায়ী তৈরি হয়েছে বেশি। আমরা সচেতনভাবে উদ্যোক্তা শব্দটি ব্যবহার করছি, ব্যবসায়ী নয়। যারা নতুন ধারা গড়তে চায় তাদের জন্য দারুণ একটা গ্রুপ হচ্ছে চাকরি খুঁজব না চাকরি দেব। গ্রুপটির সকল লেখা নিয়ে একটি অ্যাপ। যা অফলাইনেও পড়া যাবে।.