কথায় বলে, মেয়েদের মন বোঝা দায়! শত বছরের সাধনায়ও নাকি নিশ্চিত করে বলা যায় না মেয়েদের মনের কথা? সত্যিই কি তাই? হয়তো বা। কিন্তু সে চিন্তায় আর না গিয়ে আপাতত আমরা নিয়ে এলাম সহজ সমাধান! মেয়েদের মনের গোপন কথা । কিছু সুচিন্তিত ও নির্বাচিত আর্টিকেল নিয়ে সাজানো এই এপলিকেশনটি। ছেলেদের জন্য মেয়েদের মনের কিছু অংশ অন্তত বুঝতে দারুণ কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস।.